এনাগলিন এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

এনাগলিন

কানাগ্লিফ্লোজিন হচ্ছে একটি সোডিয়াম Glucose কো-ট্রান্সপোর্ট প্রোটিন (এসজিএলটি-২) উপশ্রেণী-২ এর বাঁধা প্রদানকারী, যা কিডনির অন্তত ৯০ ভাগ Glucose পুনরায় শোষণের জন্য দায়ী। এই ট্রান্সপোর্টারকে বন্ধের মাধ্যমে রেচন নালিকা থেকে পুনরায় Glucose শোষণ হওয়া কমায় যা প্রস্রাবের মাধ্যমে Glucose নিষ্কাশনকে ত্বরান্বিত করে।

ব্যবহার

ক্যানাগ্নিফ্লোজিন টাইপ ২ ডায়াবেটিস রােগীর গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য খাদ্য ও ব্যায়ামের সাথে নির্দেশিত।

এনাগলিন এর দাম কত? এনাগলিন এর দাম

এনাগলিন in Bangla
Anaglin in bangla
বাণিজ্যিক নাম এনাগলিন
জেনেরিক ক্যানাগ্নিফ্লোজিন হেমিহাইড্রেট
ধরণ ট্যাবলেট
পরিমাপ 100mg
দাম
চিকিৎসাগত শ্রেণি Sodium-glucose Cotransporter-2 (SGLT2) Inhibitors
উৎপাদনকারী ACI Limited
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

এনাগলিন খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • ক্যানাগ্লিফ" ১০০ মি.গ্রা. দিনে একবার সকালের খাবারের পূর্বে সেব্য।
  • যে সকল রােগীর ক্ষেত্রে অতিরিক্ত গ্লুকোজ নিয়ন্ত্রণ প্রয়ােজন তাদের ক্ষেত্রে ক্যানাগ্লিফ এর মাত্রা বাড়িয়ে ৩০০ মি.গ্রা. দিনে একবার পর্যন্ত করা যেতে পারে।
  • যে সকল রােগীর eGFR৪৫-৬০ মি.লি./মিনিট/১.৭৩ মিটার তাদের ক্ষেত্রে ক্যানাগ্লিফ ১০০ মি.গ্রা. দিনে একবার নির্দেশিত।

পার্শ্বপ্রতিক্রিয়া

পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে- পানিশূন্যতা, পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের ইস্ট জনিত প্রদাহ। ক্ষতিকর ক্রিয়া নিম্ন রক্তচাপ, রেনাল অকার্যকারিতা, হাইপারক্যালেমিয়া, ইনসুলিন অথবা ইনসুলিন সিক্রেটাগগ এর সাথে ব্যবহার করলে হাইপােগ্লাইসেমিয়ার ঝুঁকি থেকে যায়, জেনিটাল মাইকোটিক ইনফেকশন, ক্যানাগ্লিফ্লোজিনের প্রতি অতিসংবেদনশীলতা, লাে-ডেনসিটি লিপােপ্রােটিনের আধিক্য।

সতর্কতা

টাইপ-১ ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিক কিটোএসিডোসিস চিকিৎসার জন্য নহে।

মিথস্ক্রিয়া

UGT সংঘটক (যেমন: রিফামপিন, ফিনাইটইন): একসাথে ব্যবহারে কানাগ্লিফ্লোজিন এর শোষণ কমে যায়। এমতাবস্থায় মাত্রা ১০০ মিঃগ্রাঃ থেকে বাড়িয়ে ৩০০ মিঃগ্রাঃ করা যেতে পারে।

ডিজোক্সিন: একসাথে ব্যবহারে কানাগ্লিফ্লোজিন শরীরে ডিজোক্সিন এর মাত্রা অল্প বৃদ্ধি করতে পারে।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায়: প্রেগনেন্সি ক্যাটাগরী সি। ভ্রণের ক্ষতির তুলনায় লাভ বিবেচনা করে শুধুমাত্র গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে।

স্তন্যদানকালে: স্তনদানকালে ব্যবহার করা উচিত নয়। বয়ষ্কদের ক্ষেত্রে ৬৫ বছর এবং তার চেয়ে বেশি বয়স্ক রােগীদের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব তুলনামূলক বেশি যা ইন্ট্রাভাসকুলার ভলিউম কমে যাবার সাথে জড়িত যেমন- নিরক্তচাপ, পসচুরাল ডিজিনেস, অর্থোস্টাটিক নিম্নরক্তচাপ, সিনকোপ এবং ডিহাইড্রেশন।

বৈপরীত্য

ক্যানাগ্নিফ্লোজিনের প্রতি অতিসংবেদনশীলতা, মারাত্মক রেনাল অকার্যকারিতা (eGFR ৩০ মি.লি,/মিনিট/১.৭৩ মিটার এর থেকে কম), ডায়ালাইসিস এর রােগী। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: UGT এনজাইম ইনডিউসার: UGTএনজাইম ইনডিউসার যেমনরিফামপিন, ফিনাইটয়িন, ফেনােবারবিটাল, রিটোনাভির) এর সাথে গ্রহণ করলে ক্যানাগ্নিফ্লোজিন এর কার্যকারিতা কমে যেতে পারে। ডিগােক্সিনের সাথে গ্রহণ করলে AUC এবং Cmax এর বৃদ্ধি (যথাক্রমে ২০% এবং ৩৬%) লক্ষনীয়।

অতিরিক্ত সতর্কতা

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১৮ বছর বয়সের নিচে ক্যানাগ্নিফ্লোজিনের নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

আলাে ও আর্দ্রতা থেকে দূরে, ২৫০ সে. তাপমাত্রার নীচে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share