এনোকেয়ার

Cinchocaine is a local anesthetic which relieves severe pain and relaxes sphincteric spasm. Hydrocortisone acts as an anti-inflammatory and anti-pruritic agent and thereby eliminates itching and inflammation. Neomycin is a broad-spectrum antibiotic which eradicates most infections which may already be present or arise in lesions of the anorectal area. Esculin improves skin vasculature and is effective in management of cellulitis.

ব্যবহার

অঃস্থ ও বহিঃস্থ হেমােরয়েড, প্রসব-পরবর্তী হেমােরয়েড, এনাল রিটাস, মলদ্বারের চারপাশের একজিমা, এনাল ফিশার, মলদ্বার ও পায়ুপথের প্রদাহ এবং হেমােরয়েডেক্টোমি-পরবর্তী ব্যথা ও অস্বস্তির চিকিৎসায় এরিপ্রক্ট নির্দেশিত।

এনোকেয়ার এর দাম কত? এনোকেয়ার এর দাম

এনোকেয়ার in Bangla
Anocare in bangla
বাণিজ্যিক নাম এনোকেয়ার
জেনেরিক এসকুলিন + সিনকোকেইন + হাইড্রোকর্টিসন + নিমাইসিন সালফেট
ধরণ অয়েন্টমেন্ট
পরিমাপ (10mg+5mg+5mg+10mg)/gm
দাম
চিকিৎসাগত শ্রেণি Compound steroidal preparations, Drugs used in Ano-rectal region
উৎপাদনকারী Kemiko Pharmaceuticals Ltd
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

এনোকেয়ার খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Ointment: A small quantity of the ointment should be applied with finger in the painful pruritic area in the morning and evening and after each stool. For deep application nozzle should be attached to the tube and inserted to full extent and should be squeezed gently from the lower end while withdrawing.

১টি সাপােজিটরি সকালে ও ১টি সাপােজিটরি রাতে, এবং ১টি সাপােজিটরি প্রতিবার পায়খানার পর।

Use in children: Not recommended for children.

পার্শ্বপ্রতিক্রিয়া

কিছু কিছু রােগীর (বিশেষ করে যাদের মিউকাস মেমব্রেন অক্ষত নেই) ক্ষেত্রে জ্বলন দেখা দিতে পারে।

সতর্কতা

  • একটানা দীর্ঘমেয়াদী ব্যবহার পরিহার করা উচিত।
  • গর্ভাবস্থায় টপিক্যাল কর্টিকোস্টেরয়েড ব্যবহারের নিরাপত্তা পুরােপুরি প্রতিষ্ঠিত নয়।
  • হাইড্রোকর্টিসন দিয়ে তৈরী ঔষধসমূহ পায়ুপথে হার্পিস সিমপ্লেক্স, ভেক্সিনিয়া অথবা ভেরিসেলা, অথবা টিউবারকিউলাস সংক্রমণে সৃষ্ট ক্ষতে প্রতিনির্দেশিত।
  • সাপােজিটরির কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না।

মিথস্ক্রিয়া

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভবতী মহিলার ক্ষেত্রে চামড়ায় প্রয়ােগকৃত কর্টিকোস্টেরয়েডের নিরাপদ ব্যবহার সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয়।

বৈপরীত্য

এই ওষুধের যেকোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রােগীর ক্ষেত্রে ব্যবহার নির্দেশিত নয়।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

Keep in a cool dry place protected from light. Keep out of reach of children.


*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share