Erian 5 mg+5 mg+10 mg+10 mg Suppository
প্রতি গ্রাম অয়েন্টমেন্টে আছে- সিনকোকেইন ৫ মি.গ্রা. হাইড্রোকর্টিসন ৫ মি.গ্রা. ফ্রেমাইসেটিন ১০.৫ মি.গ্রা. এসকুলিন ১০ মি.গ্রা. প্রতিটি সাপোজিটরিতে আছে- সিনকোকেইন ৫ মি.গ্রা. হাইড্রোকর্টিসন ৫ মি.গ্রা. ফ্রেমাইসেটিন ১০ মি.গ্রা. এসকুলিন ১০ মি.গ্রা.ব্যবহার
Erian 5 mg+5 mg+10 mg+10 mg Suppository এর কাজ ইহা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- মলদ্বারের ভিতর ও বাহিরের হেমরয়েড চিকিৎসায়। প্রসব পরবর্তী যে সকল হেমরয়েড হতে পারে তার চিকিৎসায়। এনাল প্রুরাইটিস, পেরিএনাল একজিমা, এনাল ফিসার এবং প্রোকটাইটিস চিকিৎসায়। হেমরয়েড অপারেশনের পর ব্যথা ও অস্বস্তি দূর করে।Erian 5 mg+5 mg+10 mg+10 mg Suppository এর দাম কত? Erian 5 mg+5 mg+10 mg+10 mg Suppository এর দাম


সুচিপত্র
বাণিজ্যিক নাম | Erian 5 mg+5 mg+10 mg+10 mg Suppository |
জেনেরিক | চিনকোকেইন + Hydrocortisone + Framycetin + Esculin |
ধরণ | Suppository |
পরিমাপ | 5 mg+5 mg+10 mg+10 mg |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | Square Pharmaceuticals Ltd. |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Erian 5 mg+5 mg+10 mg+10 mg Suppository খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
অয়েন্টমেন্ট: অল্প পরিমাণ অয়েন্টমেন্ট সকালে ও সন্ধ্যায় এবং প্রতিবার মলত্যাগের পর আঙ্গুলের সাহায্যে ব্যথাযুক্ত বা চুলকানির জায়গায় প্রয়োগ করতে হবে। মলদ্বারের গভীরে ওষুধ প্রবেশ করানোর জন্য টিউবের অগ্রভাগে এপ্লিকেটর (সরবরাহকৃত) যুক্ত করে এপ্লিকেটরটি মলদ্বারের গভীরে পুরোটা ঢুকিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে টিউবের পশ্চাৎ ভাগে চাপ প্রয়োগ করে বের করে আনতে হবে। সাপোজিটরি: প্রতি দিন সকালে ও বিকালে এবং মলত্যাগের পর পায়ুপথে ব্যবহার করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে ইহার ব্যবহার নির্দেশিত নয়।