Folicid 10 mg/ml IM/IV Injection এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

ব্যবহার

Folicid 10 mg/ml IM/IV Injection এর কাজ লিউকোভোরিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- অপ্রতুল মিথােট্রিক্সেট নির্গমনজনিত প্রভাব বাঁধাদানে এবং বিষক্রিয়া হ্রাসে। পুষ্টিহীনতা, গর্ভকালীন, এবং শৈশবকালীন ফলেট ঘাটতিজনিত মেগালােব্লাস্টিক এনিমিয়ার চিকিৎসায়।

Folicid 10 mg/ml IM/IV Injection এর দাম কত? Folicid 10 mg/ml IM/IV Injection এর দাম

Folicid 10 mg/ml IM/IV Injection in Bangla
Folicid 10 mg/ml IM/IV Injection in bangla
বাণিজ্যিক নাম Folicid 10 mg/ml IM/IV Injection
জেনেরিক ক্যালসিয়াম ফলিনেট [Folinic Acid]
ধরণ IM/IV Injection
পরিমাপ 10 mg/ml
দাম
চিকিৎসাগত শ্রেণি
উৎপাদনকারী Techno Drugs Ltd.
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Folicid 10 mg/ml IM/IV Injection খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

ফলিক এসিড এন্টাগনিস্টের ক্ষতিকারক প্রভাব হ্রাসের ক্ষেত্রে: একটি ৫-১৫ মি.গ্রা. ট্যাবলেট ৬ ঘন্টা পরপর ২-৩ দিনব্যাপী।মেগালােব্লাস্টিক এনিমিয়ার চিকিৎসায়: দৈনিক ১ টি ৫-১৫ মি.গ্রা. ট্যাবলেট।

পার্শ্বপ্রতিক্রিয়া

এলার্জি জনিত ক্রিয়া ও আকস্মিক চুলকানির সাথে র‍্যাশ এবং হাত, পা, গােড়ালি, মুখমন্ডল, ঠোট ও গলা আকস্মিক ফুলে ওঠা (যা খাদ্য গলাধঃকরণ ও শ্বাস-প্রশ্বাস কঠিন করে তােলে)। আকস্মিক জ্ঞান হারানো।

সতর্কতা

লিউকোভোরিন ভিটামিন বি১২ ঘাটতিজনিত পারনিসাস এনিমিয়া এবং অনান্য মেগালােব্লাস্টিক এনিমিয়ার চিকিৎসা বাঁধাগ্রস্থ করতে পারে।ক্যানসার কেমােথেরাপিতে অভিজ্ঞ চিকিৎসকের প্রত্যক্ষ ত্ত্বাবধানে শুধুমাত্র ৫- ফ্লুরোইউরাসিল বা মিথােট্রিক্সেট এর সাথে লিউকোভোরিন ব্যাবহার করা উচিত।অনেক সাইটোটক্সিক মেডিসিন- যা প্রত্যক্ষ বা পরােক্ষরূপে DNA প্রস্তুতির বাঁধাদায়ক-মেক্রোসাইটোসিস ঘটাতে পারে। এ ধরণেরমেক্রোসাইটোসিসে লিউকোভোরিন দ্বারা চিকিৎসা করা উচিত নয়।এপিলেপটিক রােগীদের ক্ষেত্রে (যারা ফেনােবারবিটাল, ফিনাইটয়িন, প্রিমিডন এবং সাক্সিনিমাইড গ্রহন করে) এন্টি-এপিলেপটিক মেডিসিনের প্লাজমা ঘনত্ব হ্রাসের কারণে খিচুনির মাত্রা বাড়তে পারে।

মিথস্ক্রিয়া

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে পরিচালিত কোন পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত ক্লিনিক্যাল স্টাডি নেই। এ ড্রাগ মানব দুধে নিঃসৃত হবার কোন তথ্য পাওয়া যায়নি। স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম ফলিনেট ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।

বৈপরীত্য

লিউকোভোরিন থেরাপি নিম্নলিখিত ক্ষেত্রে প্রতিনির্দেশিত- ক্যালসিয়াম ফলিনেট বা এর কোন ফরমুলেশনের উপাদানের প্রতি জ্ঞাত অতিসংবেদনশীলতায়। ভিটামিন বি১২ ঘাটতিজনিত পারনিসাস এনিমিয়া এবং অন্যান্য মেগালােব্লাস্টিক এনিমিয়ায়।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

লিউকোভোরিন এর নির্দেশিত মাত্রাধিক্য ব্যবহারের কোন প্রকাশিত তথ্য নেই। মাত্রাধিক্য ক্যালসিয়াম ফলিনেটের ব্যবহার ফলিক এসিড এন্টাগনিস্টের কেমােথেরাপিউটিক প্রভাবকে বিনষ্ট করে দিতে পারে।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

৩০° সে. এর উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। আলাে থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share