ব্যবহার
জেন্টামাইসিন অয়েন্টমেন্ট আগুনে পোড়া, একজিমা, সেবোরিক ডারমাটাইটিস, এক্সকোরিয়েশন, ফলিকুলাইটিস, ফিউরুনকুলোসিস, ল্যাসারেশন, প্যারোনিকিয়া, পাইওডারমা গ্যাংগ্রীনোসাম, ত্বকে সিস্ট এবং অ্যাবসেস, ত্বকে সংক্রমিত ক্ষত, ব্যাকটেরিয়া, ছত্রাক ও ভাইরাসজনিত ত্বকে বাহ্যিক সংক্রমণ, সাইকোসিস বারবী, লঘু সার্জিক্যাল ক্ষত, সংবেদনশীল জীবাণু সংক্রমিত কনটাক্ট ডারমাটাইটিস।Genacyn Ointment 0.1% এর দাম কত? Genacyn Ointment 0.1% এর দাম 10 gm tube: ৳ 12.09

সুচিপত্র
বাণিজ্যিক নাম | Genacyn Ointment 0.1% |
জেনেরিক | জেন্টামাইসিন সালফেট (টপিক্যাল) |
ধরণ | Ointment |
পরিমাপ | 0.1% |
দাম | 10 gm tube: ৳ 12.09 |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | Square Pharmaceuticals Ltd. |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Genacyn Ointment 0.1% খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
জেন্টামাইসিন অয়েন্টমেন্ট প্রতিদিন ৩ বার লাগাতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যাবহার্য। অয়েন্টমেন্ট লাগানোর পূর্বে আক্রান্ত স্থান ভালোমত সাবান ও পানি দিয়ে পরিস্কার করে সম্পূর্ণভাবে উক্ত স্থান শুকানো উচিৎ। যদি আক্রান্ত স্থানে শক্ত আবরণ থাকে তা হলে অয়েন্টমেন্ট উক্তস্থানে লাগানোর পূর্বে উক্ত আবরণ পরিস্কার করা উচিৎ যাতে জীবাণুর সাথে অয়েন্টমেন্ট অধিক সংস্পর্শে আসতে পারে।