Imotil Capsule 2 mg এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

ব্যবহার

Imotil Capsule 2 mg নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- তীব্র ডায়রিয়া উদরে ব্যথা ও খিচুনিসহ ডায়রিয়া দীর্ঘস্থায়ী ডায়রিয়া ক্রন'স রোগ গ্যাস্ট্রিক পরবর্তী সার্জারী আলসারেটিভ কোলাইটিস।

Imotil Capsule 2 mg এর দাম কত? Imotil Capsule 2 mg এর দাম Unit Price: ৳ 1.00 (20 x 10: ৳ 200.00) Strip Price: ৳ 10.00

Imotil Capsule 2 mg in Bangla
Imotil Capsule 2 mg in bangla
বাণিজ্যিক নাম Imotil Capsule 2 mg
জেনেরিক লােপেরামাইড হাইড্রোক্লোরাইড
ধরণ Capsule
পরিমাপ 2 mg
দাম Unit Price: ৳ 1.00 (20 x 10: ৳ 200.00) Strip Price: ৳ 10.00
চিকিৎসাগত শ্রেণি
উৎপাদনকারী Square Pharmaceuticals Ltd.
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Imotil Capsule 2 mg খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

তীব্র ডায়রিয়া- প্রাপ্ত বয়স্ক: প্রাথমিক অবস্থায় ২টি ক্যাপসুল, এর পরে ১টি করে ক্যাপসুল প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর। সাধারণত ৩-৪টি ক্যাপসুল প্রতিদিন। তবে প্রতিদিন ৮টি ক্যাপসুলের বেশী নয়। অপ্রাপ্ত বয়স্ক (৯-১২ বছর): ১টি করে ক্যাপসুল প্রতিবার পাতলা পায়খানার পর এবং পাতলা পায়খানা না থামা পর্যন্ত চলবে। তবে প্রতিদিন ৬টি ক্যাপসুলের বেশী নয়। অপ্রাপ্ত বয়স্ক (৫-৯ বছর): ১টি করে ক্যাপসুল প্রতিবার পাতলা পায়খানার পর এবং পাতলা পায়খানা না থামা পর্যন্ত চলবে। তবে প্রতিদিন ৪টি ক্যাপসুলের বেশী নয়। দীর্ঘমেয়াদী ডায়রিয়া- প্রাপ্ত বয়স্ক: তীব্রতার উপর নির্ভর করে প্রতিদিন ২-৪টি ক্যাপসুল বিভক্ত মাত্রায়। অপ্রাপ্ত বয়স্ক: তীব্রতার উপর নির্ভর করে প্রতিদিন ১-২টি ক্যাপসুল। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্বপ্রতিক্রিয়া

তলপেটে ব্যথা, পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্য, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘােরা, অবসাদ এবং ত্বকে লালচে ভাব প্রভৃতি পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

সতর্কতা

মারাত্মক যকৃতের সমস্যায় Imotil Capsule 2 mg সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।

মিথস্ক্রিয়া

এ ব্যাপারে কোন সুস্পষ্ট তথ্য পাওয়া যায় নি।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় Imotil Capsule 2 mg ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয় নাই। গর্ভাবস্থায় অন্যান্য ঔষধের সাথে Imotil Capsule 2 mg ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। যদিও মাতৃদুগ্ধে অতি সামান্য মাত্রায় Imotil Capsule 2 mg নিঃসরণ হয় তবুও স্তন্যদানকালে ইহা ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।

বৈপরীত্য

যারা লোপেরামাইড হাইড্রোক্লোরাইড এর প্রতি অতিসংবেদনশীল এবং কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত তাদের ইহা দেয়া উচিত নয়। তীব্র ডায়রিয়ায় যদি মলের সাথে রক্ত দেখা যায় এবং শরীরে তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যায় তবে সে অবস্থায় শুধুমাত্র Imotil Capsule 2 mg ব্যবহার করা উচিত নয়।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

মাত্রাতিরিক্ত Imotil Capsule 2 mg ব্যবহারে কোষ্ঠকাঠিন্য, কেন্দ্রীয় স্নায়ুবিক দূর্বলতা ও বমি বমি ভাব দেখা দিতে পারে।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

আলাে থেকে দূরে, ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share