Kinexa 20 mg Tablet এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Kinexa 20 mg Tablet

Rivaroxaban is a highly selective direct factor Xa inhibitor. Inhibition of factor Xa interrupts the intrinsic and extrinsic pathway of the blood coagulation cascade, inhibits thrombin formation. Rivaroxaban does not inhibit thrombin (activated factor II) and no effects on platelets have been demonstrated.

ব্যবহার

Kinexa 20 mg Tablet এর কাজ

Kinexa 20 mg Tablet ২.৫ মি.গ্রা.: একিউট করােনারি সিনড্রোম ও হৃদপিন্ডের বায়ােমার্কার (ট্রপােনিন অথবা সিকে-এমবি) এর বেড়ে যাওয়া জনিত এথেরােথ্রম্বােটিক ইভেন্ট প্রতিরােধে ব্যবহৃত হয়। Kinexa 20 mg Tablet, এসিটাইল স্যালিসাইলিক এসিডএর সাথে অথবা এসিটাইল স্যালিসাইলিক এসিড এবং ক্লোপিডগ্রেল অথবা টিক্লোপিডিন এর সাথে দেওয়া হয়।

Kinexa 20 mg Tablet এর দাম কত? Kinexa 20 mg Tablet এর দাম

Kinexa 20 mg Tablet in Bangla
Kinexa 20 mg Tablet in bangla
বাণিজ্যিক নাম Kinexa 20 mg Tablet
জেনেরিক রিভারক্সাবান
ধরণ Tablet
পরিমাপ 20 mg
দাম
চিকিৎসাগত শ্রেণি Oral Anti-coagulants
উৎপাদনকারী Beximco Pharmaceuticals Ltd.
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Kinexa 20 mg Tablet খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • Kinexa 20 mg Tablet ২.৫ মি.গ্রা.: Kinexa 20 mg Tablet এর ডােজ ২.৫ মি.গ্রা. দিনে ২ বার।
  • রােগীকে Kinexa 20 mg Tablet এর পাশাপাশি দৈনিক ৭৫১০০ মি.গ্রা. এসিটাইল স্যালিসাইলিক এসিড অথবা দৈনিক ৭৫-১০০ মি.গ্রা. এসিটাইল স্যালিসাইলিক এসিড এর সাথে দৈনিক ৭৫ মি.গ্রা. ক্লোপিড্রোগেল অথবা দৈনিক ষ্ট্যান্ডার্ড টিক্লোডিপিন দিতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া

এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহের মধ্যে রক্তপাত অন্যতম। নন-ভালভিউলার এট্রিয়াল ফিব্রিলেমনের ক্ষেত্রে Kinexa 20 mg Tablet বন্ধ করার পর স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: CYP3A4 & P-GP inhibitors ইনহিবিটরস, এন্টিকোয়াগুলেন্ট, এনএসএআইডি/প্লাটিলেট এগ্রিগেটিং ইনহিবিটর এর সাথে প্রতিক্রিয়া লক্ষণীয়।

সতর্কতা

  • Kinexa 20 mg Tablet সেবনের ক্ষেত্রে রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • দ্রুত রক্তপাত হওয়ার লক্ষণ ও উপসর্গগুলাে নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করতে হবে।
  • প্রসথেটিক হার্ট ভালভ এর ক্ষেত্রে Kinexa 20 mg Tablet এর এর ব্যবহার প্রতিনির্দেশিত।

মিথস্ক্রিয়া

CYP3A4, P-GP inhibitors and NSAIDs.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

Kinexa 20 mg Tablet গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নিরাপদ এবং কার্যকর কিনা | তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। স্তন্যদানকারীদের মায়েদের ক্ষেত্রে Kinexa 20 mg Tablet নিরাপদ এবং কার্যকর কিনা তাও জানা যায়নি।

বৈপরীত্য

উলেখযােগ্য পরিমান রক্তপাত ঘটায় এমন ক্ষেত্রে ও যারা Kinexa 20 mg Tablet এর প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

আলাে থেকে দূরে ও ৩০ সে. তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share