Norsol 0.9% Nasal Drop

Sodium chloride is the major extracellular cation. It is important in electrolyte and fluid balance, osmotic pressure control and water distribution as it restores sodium ions. It is used as a source of electrolytes and water for hydration, treatment of metabolic acidosis, priming solution in haemodialysis and treatment of hyperosmolar diabetes. It is also used as diluents for infusion of compatible drug additives.

ব্যবহার

Norsol 0.9% Nasal Drop এর কাজ

সােলাে ন্যাজাল ড্রপ ঠাণ্ডা ও এ্যালার্জির ওষুধের ফলে সৃষ্ট শুষ্ক নাক সিক্ত করতে নির্দেশিত। ইহা শুষ্ক আবহাওয়া অথবা বিমান ভ্রমণে সৃষ্ট শুষ্ক নাসিকা পথকে সিক্ত করে, বন্ধ নাকের মিউকাস দ্রবীভূত করে এবং অস্ত্রোপচারের পর নাসিকা পরিষ্কারে সহায়তা করে। এই পরিশুদ্ধ স্যালাইন দ্রবণ দেহের বিভিন্ন অংশ (ক্ষত, দেহ গহ্বর সমূহ) এবং চিকিৎসার যন্ত্রপাতি (যেমন-গজ, ক্যাথেটার, নিষ্কাশন নল) পরিষ্কার করতে ব্যবহার করা হয়। ইহা শরীর পরিষ্কারের অন্য ওষুধ (যেমন- ব্যাট্রিাসিন, পলিমিক্সিন)-এর সাথে দ্রাবক হিসেবেও ব্যবহৃত হয়।

Norsol 0.9% Nasal Drop এর দাম কত? Norsol 0.9% Nasal Drop এর দাম

Norsol 0.9% Nasal Drop Norsol 0.9% Nasal Drop in Bangla
Norsol 0.9% Nasal Drop in bangla
বাণিজ্যিক নাম Norsol 0.9% Nasal Drop
জেনেরিক সােডিয়াম ক্লোরাইড (Nasal preparation)
ধরণ Nasal Drop
পরিমাপ 0.9%
দাম
চিকিৎসাগত শ্রেণি Nasal Decongestants & Other Nasal Preparations
উৎপাদনকারী Opso Saline Ltd.
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Norsol 0.9% Nasal Drop খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • নবজাতক ও শিশুদের ক্ষেত্রে: প্রতি নাসারন্ধ্রে এক ফোটা করে দিনে ১-৩ বার।
  • প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রতি নাসারন্ধ্রে ২-৩ ফোঁটা করে দিনে ১-৩ বার।

পার্শ্বপ্রতিক্রিয়া

পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা কম। তবে কিছু কিছু ক্ষেত্রে হাঁচি, বর্ধিত নাসিকা নিঃসরণ অথবা লবনাক্ত স্বাদ অনুভূত হতে পারে।

সতর্কতা

মিথস্ক্রিয়া

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভবতী অবস্থায় এই ওষুধ ব্যবহারের পূর্বে ডাক্তারকে জানাতে হবে। মাতৃদুগ্ধে ইহা নিঃসৃত হয় কিনা জানা নেই। স্তন্যদানকালের পূর্বে ডাক্তারের সাথে আলােচনা করে নিতে হবে।

বৈপরীত্য

Tell your doctor about your medical history, especially of heart problems (e.g., congestive heart failure), lung problems (pulmonary edema), kidney problems, low levels of potassium (hypokalemia), high levels of sodium (hypernatremia), and any allergies.

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share