ব্যবহার
জাইলোমেটাজলিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
ঠান্ডা, অ্যালার্জিক রাইনাইটিস, সাইনাসের প্রদাহ, মাথা ব্যথা ইত্যাদির ফলে সৃষ্ট নাকের কনজেশন থেকে মুক্তির জন্য নির্দেশিত।
নাকের কনজেসনের ফলে সৃষ্ট টিউবাল ব্লক এবং সেরাস ওটাইটিস মিডিয়া থেকে মুক্তির জন্য নির্দেশিত।
Xylovin Nasal Drop 0.05% এর দাম কত? Xylovin Nasal Drop 0.05% এর দাম 10 ml drop: ৳ 7.30 (12s pack: ৳ 87.60)
Xylovin Nasal Drop 0.05% in bangla
বাণিজ্যিক নাম |
Xylovin Nasal Drop 0.05% |
জেনেরিক |
জাইলোমেটাজলিন হাইড্রোক্লোরাইড |
ধরণ |
Nasal Drop |
পরিমাপ |
0.05% |
দাম |
10 ml drop: ৳ 7.30 (12s pack: ৳ 87.60) |
চিকিৎসাগত শ্রেণি |
|
উৎপাদনকারী |
OSL Pharma Limited |
উপলভ্য দেশ |
Bangladesh |
সর্বশেষ সম্পাদনা |
January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Xylovin Nasal Drop 0.05% খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
প্রাপ্ত বয়স্কদের জন্য: জাইলোমেটাজলিন ০.১%: প্রতি নাসারন্ধ্রে ২ অথবা ৩ ফোটা করে দিনে দুই থেকে তিন বার। জাইলোমেটাজলিন ০.১% ১২ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।৬-১২ বছর বয়সের শিশুদের জন্য: জাইলোমেটাজলিন ০.০৫%: প্রতি নাসারন্ধ্রে ২ অথবা ৩ ফোটা করে দিনে দুই থেকে তিন বার।৬ বছরের কম বয়সের শিশুদের জন্য: জাইলোমেটাজলিন ০.০৫% প্রতি নাসারন্ধ্রে ১ ফোটা করে দিনে দুই থেকে তিন বার।তিন মাসের কম বয়সের শিশু: তিন মাসের কম বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
পার্শ্বপ্রতিক্রিয়া
নিম্নবর্ণিত পার্শ্ব প্রতিক্রিয়া মাঝে মাঝে পরিলক্ষিত হয়ঃ
নাক এবং গলার জ্বালাপোড়াভাব
স্থানীয় প্রদাহ, বমি বমি ভাব, মাথা ব্যথা এবং নাসিকা ঝিল্লির শুষ্কতা দেখা দিতে পারে
রক্ত সংবহন তন্ত্রের উপর প্রভাব পড়তে পারে।
সতর্কতা
প্রাপ্তবয়স্কদের জন্য Xylovin Nasal Drop 0.05% অনুনাসিক ড্রপগুলি (০.১%) ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যবহার করা উচিত নয়। দীর্ঘস্থায়ী রাইনাইটিস এর ক্ষেত্রে ড্রপগুলি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা উচিত নয়। জাইলোমেটাজলিন এর দীর্ঘায়িত ব্যবহারের ফলে রিবাউন্ড কনজেশন এবং ড্রাগ ইন্ডিউসড রাইনাইটিস হতে পারে।
মিথস্ক্রিয়া
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
গর্ভাবস্থাকালীন ব্যবহার
প্রেগন্যান্সী ক্যাটাগরী-সি। গর্ভাবস্থায় জাইলোমেটাজলিন ব্যবহার করা উচিত নয়। স্তন্যপান করানোর সময় জাইলোমেটাজলিনের ব্যবহার কেবলমাত্র একজন ডাক্তারের নির্দেশেই হওয়া উচিত।
বৈপরীত্য
ট্রান্স-স্ফেনইডাল হাইপোফাইসেকটমি অথবা ড্যুরা মেটারে সার্জারীর ক্ষেত্রে প্রতি নির্দেশিত। জাইলোমেটাজলিন এর প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রেও এটি প্রতিনির্দেশিত। প্রতিটি জাইলোমেটাজলিন ন্যাজাল ড্রপ শুধুমাত্র একজন রোগীর ব্যবহার করা উচিত যাতে ক্রস ইনফেকশন না ঘটে। পর পর সাত দিনের বেশী ডিকনজেস্টেন্টস ব্যবহার করা উচিত নয়।
অতিরিক্ত সতর্কতা
তীব্র ওভারডোজ
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
সংরক্ষণ
আলো থেকে দূরে রাখুন। বোতল খোলার ২৮ দিনের পর ব্যবহার করা উচিত নয়।